দামেস্ক: তুরস্কের সীমান্তের কাছাকাছি অবস্থান নিয়েছে সিরিয়ার সরকারি বাহিনী। সরকারের বিরুদ্ধে সংগঠিত বিদ্রোহ দমনে এ অবস্থান নেয়া হয়েছে বলে জানানো হয়েছে সিরিয়া সরকারের পক্ষ হতে।
গত সপ্তাহে কয়েক হাজার সিরীয় বেসামরিক নাগরিক দেশটির উত্তরাঞ্চলের সহিংসতার কারণে সীমান্ত অতিক্রম করে তুরস্কে পালিয়ে যায়।
প্রায় ১০০০০ সিরীয় শরণার্থী সীমান্ত অতিক্রম করে তুরস্কে প্রবেশ করেছে বলে জানায় তুরস্ক কর্তৃপক্ষ।
প্রতিবাদকারীরা জানায়, ‘গত শুক্রবারে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে অন্তত ১৯ জন মারা গেছে। ’
এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে একজন পুলিশ নিহত ও অনেকের আহত হবার কথা প্রচার করেছে।
জাতিসংঘ বলছে, ‘সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে সংগঠিত প্রতিবাদে অন্তত ১১০০ জন মারা গেছে। ’ কিন্তু সিরিয়ার মানবাধিকার সংরক্ষণ সংগঠনগুলো বলছে, ‘মৃত্যুর সংখ্যা মোট ১৬৩৭ জন। এর মধ্যে ৩৪০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। ’
সিরিয়ার সরকার দেশটিতে বর্হিবিশ্বের কোনো সাংবাদিককে ঢুকতে দিচ্ছেনা। সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে সিরিয়ার ঘটনা তুলে আনতে না পারে সেজন্যেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানায় দেশটির সরকার বিদ্রোহীরা ।
‘সরকারি সেনাবাহিনী বদমা শহরের দিকে এগুচ্ছে। শহরটি তুরস্কের দুই কিলোমিটার দুরে অবস্থিত। শনিবার সকালে শহরের দালান তাক করে গুলি করে সরকারি বাহিনী বলে জানায় স্থানীয়রা। ’
বদমার একজন আইনজীবি সারিয়া হামুদা একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘আমি ৯টি ট্যাংক, ২০টি সাজোয়া গাড়ি এবং ১০ টি বাস দেখেছি। এসময় সরকারি বাহিনীর সদস্যরা দুটি ভবনের দিকে তাক করে গুলি ছুড়ছিল। ’
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ১৮ জুন, ২০১১