ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাথর ছুঁড়ে কুকুরের মৃত্যুদণ্ডাদেশ ইসরায়েলে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, জুন ১৮, ২০১১
পাথর ছুঁড়ে কুকুরের মৃত্যুদণ্ডাদেশ ইসরায়েলে!

জেরুজালেম: জেরুজালেমে ইহুদি রাব্বিদের একটি আদালত একটি কুকুরকে পাথর ছুড়ে হত্যার আদেশ দিয়েছে। ইসরায়েলি পত্রিকা ওয়াই নেটের দেওয়া তথ্য মতে, ২০ বছর আগে আদালতের বিচারককে অপমান করা এক ধর্মনিরপেক্ষ (সেক্যুলার) আইনজীবীর পাপাত্মাবাহী কুকুরটির বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।



পত্রিকাটি জানায়, ‘দশাসই আকৃতির এই শিকারি কুকুরটি জেরুজালেমের গোঁড়া ইহুদি অধ্যুষিত অঞ্চল মিয়া সারেইমে অবস্থিত অর্থ আদালতে ঢুকে পড়ে। কুকুরটি সেখানকার বিচারক এবং ফরিয়াদিদের ভয় পাইয়ে দেয়।

কুকুরটিকে আদালতের বাইরে বের করে দেওয়ার চেষ্টা করা হলে সে গোঁ ধরে ভবনের ভেতরেই থেকে যায়।

এ সময় একজন বিচারকের তত্ত্বাবধানে আদালত অবমাননার একটি বিচার চলছিল। দুই দশক আগে একজন ধর্মনিরপেক্ষ আইনজীবীর আদালত অবমাননার বিচার ছিল সেটি।

এ রায়ের পক্ষে বিচারকদের যুক্তি হলো- ওই কুকুরের দেহের ভেতরে সেই উদ্ধত আইনজীবীর আত্মা ঢুকে গেছে। গোঁড়া ইহুদিরা কুকুরকে অশুচি প্রাণী বলে মনে করে।

ওই বিচারকদের মধ্যে একজন কুকুরটিকে স্থানীয় শিশুদের দিয়ে পাথর ছুঁড়ে হত্যা করার নির্দেশ দেন।
অবশ্য কুকুরটি পালিয়ে যেতে সক্ষম হয়।

এদিকে ‘পশুদের বাঁচতে দাও’ নামের একটি পশুকল্যাণ সংস্থা পুলিশের কাছে আদালতের প্রধান বিচারকের বিরুদ্ধে অভিযোগ করেছে।

তবে রাব্বি আব্রাহাম দোভ লেভিন নামের ওই বিচারপতি কুকুরটিকে পাথর মেরে হত্যার আদেশের কথা অস্বীকার করেছেন।
 
অপরদিকে আদালতের ব্যবস্থাপকদের মধ্যে একজন ইসরায়েলের একটি পত্রিকার কাছে কুকুরটিকে পাথর ছুড়ে হত্যার নির্দেশের সত্যতা স্বীকার করেছেন।

প্রসঙ্গত, ইহুদি ধর্মাবলম্বীদের কেউ কেউ আত্মার স্থানান্তর অথবা জন্মান্তরবাদে বিশ্বাস করেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।