ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, জুন ১৯, ২০১১
কাবুলে পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলায় নিহত ৯

কাবুল: কাবুলের জনবহুল এলাকায় একটি পুলিশ ঘাঁটিতে শনিবার আত্মঘাতী বোমা হামলায় নয়জন নিহত এবং কমপক্ষে ১২ জন আহত হয়েছে।

নিহতদের মধ্যে তিনজন পুলিশ, একজন গোয়েন্দা এবং দু’জন অর্থমন্ত্রণালয়ের কর্মচারীসহ ৫জন বেসামরিক লোক নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও দু’জন পুলিশ ও ১০ জন বেসামরিক লোক।

প্রাচীন নগরী কাবুলের প্রাণকেন্দ্র নদীর তীরে অবস্থিত পুলিশ স্টেশনটিতে সেনাবাহিনীর পোশাক পরিহিত তিনজন জঙ্গী এ হামলা চালায়। হামলাকারীর দু’জন পুলিশের গুলিতে নিহত হয় এবং অপরজন নিজেকে বোমার আঘাতে উড়িয়ে দেয় বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দীক।

এ হামলার দায়িত্ব স্বীকার করেছে তালেবান। তাদের এক মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, আমাদের তিন যোদ্ধা এ হামলা চালিয়েছে।

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানান নি তিনি।

গত মাসে তালেবানরা বিদেশি ও আফগান সৈন্য এবং কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় এবং এর পরেই দেশটির কয়েকজন উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তাকে হত্যা করে।

এক সপ্তাহের ভিতর এটি ছিল দ্বিতীয় আত্মঘাতী হামলা এবং একমাসের ভিতর এটিই সবচেয়ে বড় হামলা বলে জানিয়েছেন আফগান ওই মুখপাত্র। এর আগে ২১মে কাবুলের মার্কিন দূতাবাসের অদূরে আত্মঘাতী হামলায় ৬ জন নিহত ও ২৩ জন আহত হয়।

শনিবারের এ হামলাকে কেন্দ্র করে শহরব্যাপী নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।

উল্লেখ্য ২০০১ সালে শুরু হওয়া আফগানিস্তানে এ যুদ্ধে এখনও প্রায় দেড়লক্ষাধিক বিদেশি সৈন্য অবস্থান করলেও সহিংসতা বেড়েই চলছে।

বাংলাদেশ সময় ৯৩৪ ঘন্টা, জুন ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।