ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানের উপজাতি এলাকায় ড্রোন হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৪, জুন ২০, ২০১১
পাকিস্তানের উপজাতি এলাকায় ড্রোন হামলায় নিহত ৭

পারাচিনগর: পাকিস্তানের কুরাম উপজাতি এলাকায় সোমবার মার্কিন চালক বিহীন বিমান হামলায় সাত জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন সন্দেহভাজন জঙ্গি ছিলেন।

স্থানীয় সরকারের কর্মকর্তা নূর আলম এ কথা জানিয়েছেন।

এদিকে উত্তর পশ্চিমাঞ্চলে অপর  একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছেন কমকর্তারা। তবে এতে হতাহতের কোনো তথ্য তারা দিতে পারেননি।

তবে কুরাম এলাকায় মার্কিন চালকবিহীন বিমান হামলার ঘটনা খুবই বিরল। পাকিস্তানি সেনাদের অব্যাহত অভিযানের ফলে তালেবান জঙ্গিরা এ এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

পাকিস্তানের দুই জন গোয়েন্দা কর্মকর্তা কুরামে হামলার ঘটনাটি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তারা এ তথ্য দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জুন ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।