ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সাঁই বাবা ট্রাস্টের ৩৫ লাখ রুপিসহ একজন আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জুন ২০, ২০১১
সাঁই বাবা ট্রাস্টের ৩৫ লাখ রুপিসহ একজন আটক

হায়দরাবাদ: ভারতের সত্য সাঁই বাবা সেন্ট্রাল ট্রাস্টের ৩৫ লাখ রুপিসহ সোমবার এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে এক সপ্তাহের জন্য বিচার বিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে।



অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার একটি স্থানীয় আদালত হরিশনন্দ শেঠী নামের ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২৭ জুন পর্যন্ত হেফাজতে নিয়েছে।

শেঠী রোববার সকালে সদ্য প্রয়াত সত্য সাঁই বাবার জন্মস্থান ও আখরা পুত্তাপার্থি থেকে ব্যাঙ্গালুরে ওই অর্থ হস্তান্তর করার চেষ্টা করছিল। এ সময় হিন্দুপুর শহরের কাছের টোল গেট এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

শেঠী পুলিশের কাছে স্বীকার করেন, ট্রাস্টি বোর্ডের একজন সদস্যের গাড়ি চালক ওই অর্থ ব্যাঙ্গালুরে এক ব্যক্তির কাছে পাঠানোর জন্য তাকে দেন।
 
পুলিশ জানিয়েছে, এই অর্থের উৎস খুঁজে বের করতে তারা ট্রাস্টির দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

সাঁই বাবার ভাইপো এবং ট্রাস্টির সদস্য আর জে রত্মাকর রোববার বিষয়টি পরিষ্কার করে বলেন, ওই অর্থের ব্যাপারে ট্রাস্টির কিছুই করার নেই। ওই নগদ অর্থ ১২ জন ভক্তের দেওয়া। আর তারাই এ ব্যাপারে পুলিশকে বিস্তারিত বলতে পারবেন।
 
পুলিশের মহাপরিচালক অরবিন্দ রাও সোমবার জানান, এ বিষয়ে তদন্ত চলছে।

পুত্তাপার্থিতে প্রশান্তি নিলয়ামে সাঁই বাবার আবাসিক চেম্বার জজুর মন্দির মন্দির খুলে দেওয়ার দুই দিন পর এ অর্থ উদ্ধার হলো।

এর আগে শুক্রবার ট্রাস্ট জানায় যে, ট্রাস্টের চেম্বার থেকে নগদ ১১ দশমিক ৫৬ কোটি ভারতীয় রুপি, ৯৮ কেজি সোনা এবং সোনার অলংকার এবং ৩০৭ কেজি রুপার গহনা উদ্ধার করা হয়েছে। এই অর্থ সম্পদগুলো ভারতের কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুন ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।