ওয়াশিংটন: পাকিস্তানের গোয়েন্দা কর্তৃপক্ষ আবোটাবাদের ঘটনা তদন্তে ৩০ জনেরও বেশি সন্দেহভাজনকে আটক করেছে। বিন লাদেন সম্পর্কে সিআইএকে তথ্য দেওয়ার অভিযোগ তদন্তে আরো অনেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিয়োজিত পাকিস্তানের রাষ্ট্রদূত হুসাইন হাক্কানি।
নিহত আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে পাকিস্তানে আত্মগোপন করে থাকতে কারা সহয়তা করেছে সেই তথ্য বের করতেই এ আটক এবং জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।
একটি মার্কিন গণমাধ্যমকে দেওয়া লিখিত নিবন্ধে তিনি বলেন, ‘শুধুমাত্র যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাকে তথ্য দেওয়ার জন্য নয় বরং বিনা অনুমতিতে বিদেশি গোয়েন্দা সংস্থাকে তথ্য দেওয়ার জন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র যেমন তারই মিত্র দেশ ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে জোনাথন পোলার্ডকে গ্রেপ্তার করেছিল। ’
তিনি বলেন, ‘মিত্ররা তাদের ভেতরে তথ্য আদান প্রদান করবে এটাই স্বাভাবিক। কিন্তু তাদের একে অপরের ভেতরে গুপ্তচরবৃত্তি করা মোটেও উচিত নয়। ’
গত রোবাবার সকালে এবিসি চ্যানেলে রাষ্ট্রদূত হুসাইন হাক্কানি বলেন, ‘ওসামা বিন লাদেনকে পাকিস্তান থাকতে দিয়েছে এমন কথা বলা অন্যায্য। এখন সময় এসেছে আমাদের সকলকেই বাস্তবতা মেনে নিয়ে যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের মধ্যকার সম্পর্ক উন্নয়নে কাজ করা। ’
চ্যানেলে তিনি আরও বলেন, ‘আল কায়েদা যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান উভয় দেশেরই শত্রু। জাওয়াহিরিকে অগ্রাধিকার ভিত্তিতে গ্রেপ্তার করতে হবে। ’ এই জঙ্গি নেতাকে ধরতে পাকিস্তান যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ২০ জুন, ২০১১