মস্কো: রাশিয়াতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট বর্তমান প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হবেন, প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের কাছে তা কল্পনাতীত। আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন কি না তা নিয়ে দ্বিধায় রয়েছেন বলে জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট।
তিনি বলেন, ‘আমাদের দু’জনের মধ্যে এ প্রতিযোগিতা ক্ষতিকর হতে পারে। ’
তবে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বার প্রার্থী হবেন কি না সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে রাজি হননি মেদভেদেভ।
আগামী প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে পুতিন ও মেদভেদেভের মধ্যে প্রতিদ্বন্দ্বী মনোভাব বাড়ছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবরকে তিনি সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ বলে বর্ণনা করেন।
তবে মেদভেদেভের বিবৃতিতে মিশ্র বার্তা রয়েছে। বিবিসির সঙ্গে এক সাক্ষাতকারে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, প্রেসিডেন্ট পদে বহাল থাকার পর সবাই দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চায়। ’
তিনি বলেন, ‘তবে এ ব্যাপারে আমি সিদ্ধান্ত নেব কি না তা ভিন্ন ব্যাপার। ’ এসময় পুতিনকে দীর্ঘদীনের সহকর্মী ও বন্ধু হিসেবে উল্লেখ করেন মেদভেদেভ।
রাশিয়ার রাজনীতে পুতিনকে সবচেয়ে প্রথাবশালী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। বেশিরভাগ বিশ্লেষকরা মনে করছেন, আগামী নির্বাচনে পুতিনই রাশিয়ার পরবর্তী সর্বোচ্চ নেতা হতে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জুন ২০, ২০১১