রিও ডি জেনেরিও: ব্রাজিলের কয়েকশ‘ পুলিশ ও সেনা রিও ডি জেনেরিও’র অপরাধের স্বর্গরাজ্য বলে পরিচিত বস্তিগুলোতে সোমবার সকালে এক ঝটিকা অভিযান চালিয়েছে।
দেশটিতে আগামী ফুটবল বিশ্বকাপ-২০১৪ সামনে রেখে এই অভিযান।
ওই বস্তি এলাকার প্রধান অংশে মারাকানা স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপ ২০১৪-এর ফাইনাল এবং অলিম্পিক গেমস ২০১৬ এর উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠান হবে।
ব্রাজিলের সরকারি কর্মকর্তারা জানান, কয়েক দশক ধরে ওই এলাকা মাদক পাচারকারীদের নিয়ন্ত্রণে রয়েছে। ওদের কাছ থেকে ওই এলাকার নিয়ন্ত্রণ নিতেই এই অভিযান। সফল অভিযানের পর কর্মকর্তারা সেখানে ব্রাজিলের জাতীয় পতাকা উড়িয়ে দেন।
রিও প্রদেশের জননিরাপত্তা বিভাগের পরিচালক রোজ বেলট্রেইম টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে বলেন, কর্মকর্তারা কোনো প্রতিরোধের মুখোমুখি না হয়েই ওই বস্তি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।
রিও কর্তৃপক্ষের তিন বছর ধরে চলা অভিযানে এ পর্যন্ত ২০টি বস্তির নিয়ন্ত্রণ তাদের হাতে এসেছে। কিন্তু কর্মকর্তারা বলছেন, এজন্য বিশেষ পুলিশ ইউনিট গঠন করা হবে। এরা চলমান অভিযানের অংশ হিসেবে নিরাপত্তা এবং সামাজিক এজেন্টদের সঙ্গে কাজ করবে।
বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, জুন ২০, ২০১১