ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ৪৪, আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জুন ২১, ২০১১
রাশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ৪৪, আহত ৮

বেসোভেৎস: রাশিয়ার উত্তর-পশ্চিমাংশে ভূমিতে অবতরণের সময় খারাপ আবহাওয়ার কারণে সোমবার রাতে যাত্রীবাহী বিমান ভেঙ্গে তাতে আগুন ধরে কমপক্ষ ৪৪ জন নিহত এবং আট জন আহত হয়েছে।

নয় জন ক্রুসহ ৫২ জন যাত্রী বহনকারী তুপোলেভ-১৩৪ নামের বিমানটি স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে পেত্রোজাভোদস্কের উত্তরের শহর বেসোভেৎস বিমানবন্দর থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি রাস্তার পাশে ধ্বংস হয় বলে জানিয়েছেন রাশিয়ার দুর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।



মুখপাত্র ইরিনা আন্দ্রিয়ানোভা আরো জানান, জীবিত আট জনের মধ্যে সাত জনের অবস্থা আশংকাজনক।

ওই এলাকার উদ্ধারকারী চিকিৎসা দলের একজন টেলিভিশন সাক্ষাৎকারে জানান, দশ বছরের একটি শিশুসহ মোট পাঁচ জনকে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হয়েছে।

বেসরকারি বিমান সংস্থা রুশএয়ারের এই বিমানটি মস্কোর ডোমোদিদোভো বিমানবন্দর থেকে উড়াল দেয়।

প্যারিসে বিমান প্রদর্শনীর পূর্বমুহূর্তে রাশিয়ায় এ দুর্ঘটনাটি ঘটল।   প্যারিস বিমান প্রদর্শনীতে  রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের যোগদানের কথা।  

বাংলাদেশ সময় ৯৪৫ ঘন্টা, জুন ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।