তিউনিসিয়া: অর্থ চুরি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট জিনে বেন আলী ও তার স্ত্রী লায়লাকে কারাদণ্ড দিয়েছে সে দেশের একটি আদালত।
দু’জনকেই ৩৫ বছর করে কারাদ- দেওয়া হয়েছে।
এছাড়া বেন আলীকে ৩৬ মিলিয়ন এবং তার স্ত্রীকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
বেন আলীর অনুপস্থিতিতেই সোমবার তাকে এ সাজা দেওয়া হয়।
এ মামলায় বেন আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ চুরি ছাড়াও ঘরের ভেতর বিপুল পরিমাণ অর্থ ও গয়না রাখার অভিযোগ আনা হয়।
রায়ের বিষয়ে বেন আলীর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
তবে রোববার তিনি বিবিসির কাছে অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি দাবি করেন, ঘরে থাকা অস্ত্র ও গয়না বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিদেশি অতিথিদের দেওয়া উপহার।
তবে রায়ের প্রতিক্রিয়ায় বেন আলীর আইনজীবী বলেন, ‘এ রায় রাজনৈতিক। এটা হাস্যকর রায়। ’
উল্লেখ্য, গত জানুয়ারিতে তিউনিসিয়ায় গণঅভ্যুত্থান শুরু হলে বেন আলী সপরিবারে সৌদি আরবে পালিয়ে যান।
এরই মধ্যে তিউনিসিয়া সরকার বেন আলী ও তার স্ত্রী লায়লাকে ফেরত পাঠানোর জন্য সৌদি আরবের কাছে অনুরোধ জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, জুন ২১, ২০১১