ত্রিপোলি: লিবিয়ায় ন্যাটোর বিমান হামলায় আরও ১৯ বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে লিবিয়ার কর্তৃপক্ষ। গত শনিবার পশ্চিমা মিত্র শক্তির ভিন্ন একটি হামলায় পাঁচ জন বেসামরিক মানুষ নিহত হবার একদিন পরেই আবার এ বিমান হামলার ঘটনা ঘটলো।
সোমবার সকালে লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ৭০ কিলোমিটার পশ্চিমের এলাকা সুরমানে খওলদি হামিদির বাড়িতে ন্যাটো বাহিনী এ হামলা চালিয়েছে বলেও লিবিয়া কর্তৃপক্ষ থেকে জানানো হয়।
খওলদি হামিদি গাদ্দাফির অনুগত ১২ টি শক্তিশালী বিপ্লবী কমান্ড কাউন্সিলের একজন সদস্য। ১৯৬৯ সালে মুয়াম্মার গাদ্দাফিকে লিবিয়ার শাসন ক্ষমতা অর্জনে যে কজন লোক পেছন থেকে কাজ করেছিলেন তাদের মধ্যে খওলিদ হামিদি অন্যতম।
সাংবাদিকরো যখন নিকটবর্তী হাসপাতাল সাবরাতাতে পৌঁছালে সেখানে নয়টি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এর মধ্যে দুটি শিশু সন্তানের মৃতদেহসহ বেশ কিছু শরীরের বিচ্ছিন্ন অংশও ছিল বলে জানায় সাংবাদিকেরা।
দেশটির স্থানীয় একটি গণমাধ্যমে বলা হয়, ‘ন্যাটোর হামলায় নিহত ১৯ জন মানুষের মধ্যে আট জনই শিশু ছিল। ’
‘এই হামলায় হামিদির পরিবারের সদস্যরাও নিহত হয়েছেন তবে হামিদির কোনো ক্ষতি হয়নি। এসময় তিনি বাড়ির বাইরে ছিলেন বলে লিবিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়। ’
এদিকে ন্যাটো দাবি করেছে, ‘ওই এলাকায় নির্দিষ্ট লক্ষবস্তুর উপরই তারা হামলা চালিয়েছে। বেসামরিক মানুষ লক্ষ করে মিসাইল নিক্ষেপ করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ২১ জুন, ২০১১