ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আন্তঃমহাদেশীয় ক্ষেপনাস্ত্র দিয়ে গ্রহাণু ধ্বংস করবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
আন্তঃমহাদেশীয় ক্ষেপনাস্ত্র দিয়ে গ্রহাণু ধ্বংস করবে রাশিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: মহাবিশ্বের অসংখ্য পরিবারের মতো আমাদের এ সৌরজগতও একটি পরিবার। এ পরিবারে গ্রহ-উপগ্রহ ছাড়াও রয়েছে অসংখ্য মহাজাগতিক বস্তু, গ্রহাণুর উপস্থিতি।

কখনো কখনো অন্য কোনো পরিবার থেকে আমাদের এ পরিবারে বেড়াতে আসে ধুমকেতু, উল্কাসহ নানা বস্তু। এর মধ্যে কিছু গ্রহাণু, উল্কা হুমকি হয়ে ওঠে পৃথিবীর জন্য। তীব্র বেগে ধেয়ে এসে ধ্বংস করে দিতে চায় এ গ্রহের প্রাণের অস্তিত্ব।

এমন পরিস্থিতিতে আক্ষরিক অর্থেই ঘাম ঝরতে শুরু করে বিজ্ঞানীদের। সরকারগুলো পড়ে যায় বেকায়দায়। চেনা শত্রুকে মোকাবেলা যতোটা সহজ, তার চেয়েও অনেক বেশি কঠিন অচেনা-অজানা শক্তিধর জড় এ শত্রুদের। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্যই স্নায়ুযুদ্ধের সময়কালের নিজের কিছু আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক মিসাইল রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।

তথ্যটি জানিয়েছেন রাশিয়ার মাকেয়েভ রকেট ডিজাইন ব্যুরোর শীর্ষ গবেষক সাবিত সাইতগারায়েভ।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রও একই বিষয় নিয়ে গবেষণা করছে। তবে তাদের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) চাইছে, ধেয়ে আসা গ্রহাণুগুলোর দিক পরিবর্তন করে অন্যদিকে ঠেলে দিতে। কিন্তু রাশিয়া চাইছে, পৃথিবীর বায়ুমণ্ডল স্পর্শ করার আগেই এগুলো ধ্বংস করে দিতে।

বিজ্ঞানীদের আশঙ্কা, গ্রহাণুর বা উল্কাপিণ্ডের আঘাতে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে ডাইনোসররা। হয়তো কোনো একদিন মানবজাতিও এমন কোনো বিপর্যয়ের মুখে পড়ে ধ্বংস হয়ে যাবে।

সাবিত সাইতগারায়েভ বলেছেন, প্রাথমিকভাবে আমরা ২০ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত ব্যাসের গ্রহাণুগুলোকে ধ্বংসের পরিকল্পনা করছি। এ ছোট গ্রহাণুগুলোও বড় ধরনের ক্ষতি করতে সক্ষম। আর এ ধরনের গ্রহাণু বেশিরভাগ ক্ষেত্রেই একেবারে শেষ মুহূর্তে সনাক্ত হয়। কখনো কখনো তো তাদের ধেয়ে আসার ব্যাপারটা টেরই পাওয়া যায় না।

২০১৩ সালে রাশিয়ার শেলিয়াবিনস্ক এলাকার আকাশে ২০ মিটার ব্যাসের একটি গ্রহাণু বিস্ফোরিত হয়। তিন লাখ টন টিএনটি বা তার চেয়েও বেশি শক্তির বিস্ফোরণ ঘটায় এটি। এতে ওই এলাকার ভবনগুলোর জানলা-দরজার কাচ ভেঙে চুরমার হয়ে যায়, আহত হন সহস্রাধিক মানুষ। পৃথিবীর কোনো মহাকাশ সংস্থাই গ্রহাণুটির ধেয়ে আসা সনাক্ত করতে পারেনি।

নাসার পরিচালক জেসন কেসলার বলেছেন, দুর্ভাগ্যবশত ধেয়ে আসা ছোট গ্রহাণুগুলোর এক শতাংশ মাত্র সনাক্ত করতে পারি আমরা। এগুলোর ব্যাস সর্বনিম্ন ৩০ মিটার পর্যন্ত হয়ে থাকে। কাজেই বাইরে আরও অনেক গ্রহাণু আমাদের জন্য হুমকি হয়ে অপেক্ষা করছে, যেগুলো এখনও আমাদের চোখে ধরা পড়েনি।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।