ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে নিখোঁজ প্লেনটি বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
নেপালে নিখোঁজ প্লেনটি বিধ্বস্ত ছবি: সংগৃহীত

ঢাকা: ২১ আরোহী নিয়ে নেপালে নিখোঁজ হওয়া তারা এয়ারলাইন্সের যাত্রীবাহী ছোট আকৃতির প্লেনটি বিধ্বস্ত হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রিসর্ট শহর পোখারা থেকে উড্ডয়নের কিছু পরই প্লেনটি নিখোঁজ হয়।

এরপর প্রায় চার ঘণ্টা অনুসন্ধানের পর মিয়াগদি জেলার সোলি গোপতেভির এলাকায় এটির ধ্বংসাবশেষ খুঁজে পান উদ্ধারকারীরা।

নেপালের বেসামরিক বিমান চলাচল মন্ত্রী আনন্দ পোখরেল জানিয়েছেন, সোলি গোপতেভিরের কেকারকো বুত্তা এলাকায় একটি জঙ্গলে প্লেনটি বিধ্বস্ত হয়েছে।

তবে দুর্ঘটনার কারণ ও এর আরোহীদের ভাগ্যে কি ঘটেছে, সে ব্যাপারে এখনও কিছু জানায়নি তারা এয়ারলাইন্স বা নেপাল কর্তৃপক্ষ।

এর আগে কাঠমাণ্ডু থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে রিসর্ট শহর পোখারা থেকে জমসমের উদ্দেশে উড্ডয়ন করে প্লেনটি। ১৮ মিনিটের মধ্যে এর গন্তব্যে পৌঁছানর কথা ছিল। কিন্তু উড্ডয়নের কিছু পরই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় প্লেনটির।

এদিকে, বুধবার সকাল থেকেই খারাপ আবহাওয়ার কারণে অনুসন্ধান ও উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে বলে জানিয়েছেন তারা এয়ারলাইন্সের কর্মকর্তা যোগেন্দ্র কুওয়ার।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
আরএইচ

**  ২১ আরোহী নিয়ে নেপালে প্লেন নিখোঁজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।