ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জনসংখ্যা ১০ লাখ কমে গেছে জাপানে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
জনসংখ্যা ১০ লাখ কমে গেছে জাপানে ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৩ সালের হিসাব অনুয়ায়ী বিশ্বে ৭১২ কোটি মানুষের বাস। প্রতি মুহূর্তে এ সংখ্যা বাড়ছে।

জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারগুলো নানা উদ্যোগও নিচ্ছে। তারপরও যেন তা নিয়ন্ত্রণহীন। এরই মধ্যে উল্টো পথে হাঁটতে শুরু করেছে জাপানের জনসংখ্যা। গত পাঁচ বছরে দেশটিতে মানুষের কমেছে ১০ লাখ।

১৯২০ সালের পর এই প্রথম জাপানের জনসংখ্যা উল্টো পথে হাঁটতে শুরু করেছে। ২০১৫ সালের অক্টোবর মাসে পরিচালিত আদমশুমারির চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, দেশটিতে বর্তমানে ১২ কোটি ৭১ লাখ মানুষের বাস। ২০১০ সালের আদমশুমারির তূলনায় এ সংখ্যা ৯ লাখ ৪৭ হাজার কম।

বিশ্লেষকরা বলছেন, জন্মের হার ও দেশটিতে প্রবাসীর সংখ্যা কমে যাওয়ায় জনসংখ্যায় এ ঋণাত্মক প্রবণতা দেখা দিয়েছে।

সার্বিক হিসাবে জনসংখ্যা কমলেও রাজধানী টোকিওসহ আটটি শহরের জনসংখ্যা বেড়েছে। তবে ফুকুশিমাসহ বাকি ৩৯টি শহরে মানুষের সংখ্যা কমে গেছে। এসব শহরে ১ লাখ ১৫ হাজার মানুষ কমে গেছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।