ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের চেয়ে সুখী বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
ভারতের চেয়ে সুখী বাংলাদেশ ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বের সুখী দেশের তালিকায় ভারতের আগে বাংলাদেশের অবস্থান। জাতিসংঘের উদ্যোগে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সল্যুশন নেটওয়ার্ক (এসডিএসএন) পরিচালিত ‘দ্য ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০১৬’ এ তথ্য প্রকাশ করেছে।



আগামী ২০ মার্চ (রোববার) ‘বিশ্ব সুখী দিবস’কে সামনে রেখে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

মাথাপিছু গড় প্রবৃদ্ধি, আয়ুষ্কাল, সোশ্যাল সার্পেট ও জীবনযাপনে স্বাধীনতার বিষয়গুলো বিবেচনায় নিয়ে ১৫৬টি দেশের উপর পরিচালিত জরিপের ফলাফল এটি।

প্রকাশিত রিপোর্টে সুখী দেশের তালিকায় সুইজারল্যান্ডকে দ্বিতীয় স্থানে নামিয়ে প্রথম স্থান দখল করে নিয়েছে ডেনমার্ক। তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে আইসল্যান্ড, নরওয়ে ও ফিনল্যান্ড।

তালিকায় বাংলাদেশের অবস্থান ১১০তম। ২০১৫ সালে ১১৭তম স্থানে অবস্থান করা ভারত একধাপ পিছিয়ে এ বছর ১১৮তম স্থানে অবস্থান করছে। মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে ১৩তম স্থানে। তাদের আগে নবম স্থানে অস্ট্রেলিয়া ও ১১তম স্থানে ইসরায়েল।

প্রকাশিত রিপোর্টে দেখা যায়, সংঘাতপ্রবণ আফ্রিকার দেশ সোমালিয়া রয়েছে ৭৬তম স্থানে, চীন ৮৩তম, ইরান ১০৫তম স্থানে।

আর সবচেয়ে অসুখী দেশের তালিকায় রয়েছে রুয়ান্ডা, বেনিন, আফগানিস্তান, টোগো, সিরিয়া ও বুরন্ডি।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।