ঢাকা: ২২ মার্চ হামলার পরপরই বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত জাভেনতেম আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়। তারপর চারদিন পেরিয়ে গেলেও এখানে এখনো প্লেন ওঠানামা শুরু হয়নি।
তবে শনিবার (২৬ মার্চ) জাভেনতেম কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী মঙ্গলবারের (২৯ মার্চ) আগে এখানে কোনো যাত্রীবাহী প্লেন ওঠানামা করবে না।
২২ মার্চের হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৩১ জনের প্রাণহানী হয়েছে। আহত তিন শতাধিকের মধ্যে বিভিন্ন হাসপাতালের নিবীড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন আশঙ্কাজনক ৬১ জন।
এদিকে, জাভেনতেম বিমানবন্দর ও মায়েলবিক মেট্রোস্টেশনে হামলায় অংশ নেওয়া সন্দেহভাজন দুই জঙ্গিকে এখনো খুঁজছে বেলজিয়াম পুলিশ। এদের একজনের নাম, নাজিম লাচরাওই (২৪)। ধারণা করা হচ্ছে, মাস চারেক আগে প্যারিস হামলার হোতা সালাহ আব্দেসলামের সঙ্গে বেলজিয়ামে প্রবেশ করেন তিনি। গত ১৮ মার্চ বেলজিয়াম পুলিশের এক অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার হন আব্দেসলাম।
পলাতক অপর সন্দেহভাজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
আরএইচ