ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

খাইবারে ভূমিধসে ৩০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
খাইবারে ভূমিধসে ৩০ জনের মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: অতি বৃষ্টির কারণে পাকিস্তানের কোহিস্তান জেলায় ব্যাপক ভূমি ধসে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৫ এপ্রিল) কোহিস্তানের ডিসি ফজল-ই-খালিকের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, ব্যাপক বৃষ্টিপাতের কারণে জেলার পাহাড়ি এলাকার নুল্লাহ বাড়িতে সোমবার এ ভূমি ধসের ঘটনা ঘটে।

খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যায়। তবে অধিক ভূমিধসের কারণে এখনও উদ্ধার তৎপরতা শুরু করা সম্ভব হয়নি।

ডিসি ফজল-ই-খালিক বলেন, সম্প্রতি টানা বর্ষণে ভূমি ধসে এবং আশপাশের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় উদ্ধার তৎপরতা চালানো বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে।

এ জন্য খাইবার পাখতুনখোয়ার কর্তৃপক্ষকে উদ্ধার কাজের জন্য হেলিকপ্টার পাঠানোর অনুরোধ করা হয়েছে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, ভূমি ধস ও অতি বৃষ্টির ঘটনায় কারাকোরাম হাইওয়ের মানসেরা ও কোহিস্তানের বিভিন্ন স্থানে অবরুদ্ধ রয়েছে। এজন্য উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে।

তিনি বলেন, কোহিস্তানে বিভিন্ন প্রজেক্টে কর্মরত জার্মান, চীন ও দক্ষিণ কোরিয়ার ২৬ নাগরিক নিরাপদে আছেন।

সম্প্রতি অতিবৃষ্টির কারণে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ব্যাপক ভূমি ধসের ঘটনা ঘটেছে। এতে অনেকের প্রাণহানি ঘটেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।