ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ব্রাসেলস হামলা

হামলাকারীদের একজন ইউরোপীয় পার্লামেন্টের ক্লিনার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৮, এপ্রিল ৭, ২০১৬
হামলাকারীদের একজন ইউরোপীয় পার্লামেন্টের ক্লিনার

ঢাকা: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস হামলায় অংশ নেওয়া ‍এক হামলাকারী কিছুদিনের জন্য ইউরোপিয়ান পার্লামেন্টের ক্লিনার হিসেবে কাজ করেছেন।

বুধবার (০৬ এপ্রিল) দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ খবর জানানো হয়।

এদিকে, বেলজিয়ান পুলিশ নাজিম লাচরাওইক (২৪) নামে ওই হামলাকারীর একটি ছবিও প্রকাশ করেছে।

সূত্র জানিয়েছে, নাজিম মেট্রো রেলওয়ে স্টেশনে হামলাকারীদের একজন ছিলেন। তার বিরুদ্ধে গত নভেম্বরের প্যারিস হামলায় জড়িত থাকারও অভিযোগ রয়েছে।

ইউরোপিয়ান পার্লামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নাজিম লাচরাওইক ২০০৯ ও ২০১০ সালের গ্রীষ্মের ছুটিতে মাসব্যাপী পার্লামেন্টের ক্লিনার হিসেবে কাজ করেছেন।

তবে ওই সময়ে তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না বলেও প্রমাণাদি জমা দিয়েছে সংশ্লিষ্ট ক্লিনিং ফার্ম।

অপরদিকে, জঙ্গিদের হুমকির ঘটনায় বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল জোর দিয়ে বলেছেন, বেলজিয়াম ব্যর্থ রাষ্ট্র নয়।

তিনি ওই হামলা ও ব্যর্থতায় বেলজিয়ান কর্তৃপক্ষের সবারই সমান দায় রয়েছে বলেও মন্তব্য করেছেন।

গত ২২ মার্চ স্থানীয় সময় সকালে ব্রাসেলসের জাভেনতেম আন্তর্জাতিক বিমানবন্দর ও মেট্রো রেলস্টেশনে আত্মঘাতী বোমা হামলায় ৩২ জন নিহত হয়।

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।