ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন জাহাজ ঘিরে রাশিয়ান যুদ্ধবিমানের চক্কর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
মার্কিন জাহাজ ঘিরে রাশিয়ান যুদ্ধবিমানের চক্কর

ঢাকা: বাল্টিক সাগরে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ ইউএসএস ডোনাল্ড কুক ঘিরে চক্কর দিয়ে গেছে রাশিয়ার দুইটি যুদ্ধবিমান।

গত সোমবার ও মঙ্গলবার (১১ ও ১২ এপ্রিল) ওই দুটি যুদ্ধবিমান মার্কিন জাহাজের পাশ দিয়ে কয়েকবার চক্কর দিয়ে যায় বলে জানিয়েছে মার্কিন সরকারি সূত্র।

একটি রাশিয়ান হেলিকপ্টার এসব ছবি তুলেছে।

মার্কিন জাহাজ অতিক্রমকারী রাশিয়ান যুদ্ধবিমান ‘সুখই এসইউ-২৪’ কে এ সময় কোনো দৃশ্যমান অস্ত্র বহন করতে দেখা যায়নি। একইভাবে মার্কিন জাহাজ থেকেও কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি। অন্য বিমানটি হলো ‘কামোভ কেএ-২৭’।

তবে মার্কিন সরকারি সূত্রের দাবি, সমসাময়িক ঘটনার পরিপ্রেক্ষিতে এটি রাশিয়ার একটি চরম আক্রমণাত্মক পদক্ষেপ।

মার্কিন জাহাজ ইউএসএস ডোনাল্ড ‍কুকের ক্যাপ্টেন এটাকে কৃত্রিম হামলা বলে অভিহিত করেছেন।

এদিকে, এর ফলে সমুদ্রে বিপজ্জনক ঘটনা এড়াতে ১৯৭০ সালে দুই দেশের মধ্যকার স্বাক্ষরিত এক চুক্তি ভঙ্গ হয়েছে। তবে এ সময় যুক্তরাষ্ট্রের ওই জাহাজটি কোথায় যাচ্ছিল না তা নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৪৫৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।