ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাঘের হামলায় প্রাণ গেলো চিড়িয়াখানা রক্ষীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
বাঘের হামলায় প্রাণ গেলো চিড়িয়াখানা রক্ষীর

ঢাকা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের ‘পাম বিচ জু’ নামে চিড়িয়াখানায় এক পুরুষ বাঘের হামলায় নিহত হয়েছেন ওই চিড়িয়াখানার একরক্ষী। নিহত ওই রক্ষীর নাম স্টেসি কোনুইজার (৩৮)।

তিনি চিড়িয়াখানার প্রধান রক্ষী ছিলেন।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটেছে বলে চিড়িয়াখানার মুখপাত্র নাকি কার্টারের বরাত দিয়ে শনিবার (১৬ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, রাতে বাঘের থাকার স্থানের কাছাকাছি কক্ষের পাশে নিয়ম বর্হিভূতভাবে কোনুইজা কাজ করছিলেন। এ সময় বাঘটি তার ওপর হামলে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হেলিকপ্টার যোগে দেশটির এসটি ম্যারি’স মেডিকেল সেন্টারে নেওয়া হলে তার মৃত্যু হয়। হামলাকারী বাঘটি মালয়েশীয় বংশোদ্ভূত। তার বয়স ১৩ বছর।

কোনুইজা গত তিন বছর ধরে ওই চিড়িয়াখানায় কাজ করে আসছিলেন। চিড়িয়াখানাটিতে প্রতিবছর ৩ লাখ ১৪ হাজারের বেশি মানুষ ঘুরতে আসেন।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
টিআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।