ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তাজমহল পরিদর্শনে উইলিয়াম-কেট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
তাজমহল পরিদর্শনে উইলিয়াম-কেট ছবি: সংগ্রহীত

ঢাকা: ভালোবাসার অনন্য তাজমহল পরিদর্শনে শনিবার (১৬ এপ্রিল) আগ্রা যাচ্ছেন ব্রিটিশ রাজকীয় দম্পতি প্রিন্স ইউলিয়াম ও কেট মিডলটন। বিকেলের মধ্যেই দু’জনে ভুটান থেকে বিশেষ প্লেনে আগ্রা পৌঁছাবেন।

শনিবার (১৬ এপ্রিল) ভারতের স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

রাজদম্পতির আগমন উপলক্ষে তাজমহল এলাকাকে বিশেষভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ সময় সাধারণ দর্শনার্থীদের ঘোরা-ফেরায় নিষেধাজ্ঞা জারি থাকবে।

এর আগে এই দম্পতি ভুটান সফর করে দেশটির রাজা ও রানির সঙ্গে দেখা করেন।
গত বছর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিটেন সফরকালে কেট-উইলিয়ামের এ সফরসূচি নির্ধারিত হয়।

১৯৯২ সালে প্রিন্সেস ডায়ানার তাজমহল পরিদর্শনের পর এটাই ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের প্রথম আনুষ্ঠানিক সফর। এই সফরের মাধ্যমে নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে ব্রিটিশ রাজপরিবারের সম্পর্ক আরও গভীর হবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
টিআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।