ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পকে ‘গোঁড়া’ বললেন জাতিসংঘ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
ট্রাম্পকে ‘গোঁড়া’ বললেন জাতিসংঘ কর্মকর্তা

ঢাকা: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে ‘গোঁড়া’ বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ রাদ আল-হুসেইন।

মুসলিমদের নিপীড়ন ও তাদের প্রতি নীতির কারণে ট্রাম্পকে এই আখ্যা দিয়েছেন তিনি।

শুক্রবার (১৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের অহিও রাজ্যের ক্লেভেল্যান্ডে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন আল-হুসেইন।

নাম না ধরলেও আকারে-ইঙ্গিতে ট্রাম্পের উদ্দেশে তিনি  বলেন, ‘গোঁড়ামি সবল নেতৃত্বের পরিচয় দেয় না। ’

আল-হুসেইন বলেন, ‘ঘৃণিত বক্তব্য, উস্কানি ও অন্যদের এক প্রান্তে ফেলে দেওয়া বিনোদনেরও কোনো পর্যায় নয় এবং রাজনৈতিক স্বার্থসিদ্ধিরও কোনো সম্মানজনক বাহন নয়। ’

জাতিসংঘের এই শীর্ষ কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট পদে একজন শীর্ষ মনোনয়নপ্রত্যাশী আছেন, ক’মাস আগে তিনি ‘জিজ্ঞাসাবাদের’ নামে মানুষকে নিপীড়নের ব্যাপারে তার সমর্থনের ঘোষণা দিয়েছেন। তাদের কাছে কোনো তথ্য যদি না-ও থাকে, তবু কিছু বের করার জন্য তার সমর্থন থাকবে বলে ঘোষণা দিয়েছেন সেই প্রার্থী! এটা নিন্দাজনক’

এসময় রিপাবলিকান দলের আরেক মনোনয়নপ্রত্যাশী টেড ক্রুজেরও সমালোচনা করেন জাতিসংঘের এই কর্মকর্তা। তিনি বলেন, ‘ওই প্রার্থী মুসলিমদের ওপর নজরদারির কথা বলেছেন। এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, নিন্দাজনক। ’

বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক ও বর্ণবাদী বক্তব্য দেওয়ায় বিশ্বের শীর্ষ নাগরিক সমাজের পাশাপাশি ট্রাম্পের সমালোচনা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, মেক্সিকান প্রেসিডেন্ট এনরিক পেনা নেইতো ও পোপ ফ্রান্সিসের মতো ব্যক্তিত্বরাও। সেই ধারাবাহিকতায় এবার জাতিসংঘের তরফ থেকে আল হুসেইনও নিন্দায় পোড়ালেন ট্রাম্পকে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।