ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে আত্মঘাতী হামলায় ৪ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
ইয়েমেনে আত্মঘাতী হামলায় ৪ সৈন্য নিহত

ঢাকা: ইয়েমেনের এডেনে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি চেকপয়েন্টে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে ৪ সৈন্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (১৭ এপ্রিল) এ হামলার ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যমের খবরে বলা হয়।

দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, এডেন বিমানবন্দরের কাছে একটি চেকপয়েন্টে এক আত্মঘাতী হামলাকারী গাড়িতে করে এ বিস্ফোরণ ঘটায়। এতে ৪ সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

এডেনের একটি অংশ জঙ্গিগোষ্ঠী আল কায়েদা নিয়ন্ত্রণ করে। তাদের হটাতে সেখানে সরকারি বাহিনী ঘাঁটি স্থাপন করেছে। এছাড়া হুতি বিদ্রোহীরাও রাজধানী সানা নিয়ন্ত্রণ করছে।

গত ১৫ এপ্রিল সানা নগরীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভবনের কাছে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস ওই হামলার দায় স্বীকার করলেও এডেন হামলার বিষয়ে এখনও কিছু বলেনি তারা।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।