ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে সেনাঘাঁটির কাছে গাড়ি বোমা হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
কাবুলে সেনাঘাঁটির কাছে গাড়ি বোমা হামলায় নিহত ৬ ছবি: সংগ্রহীত

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থলে একটি সামরিক ঘাঁটির কাছে গাড়ি বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন সেনাসহ কমপক্ষে ৩০ জন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে কাবুলের প্রাণকেন্দ্রে অবস্থিত নিরাপত্তা বাহিনীর একটি ঘাঁটির কাছে এই বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। বিস্ফোরণে পর ওই স্থান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলিও উঠতে দেখা গেছে।

পরে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি এক বিবৃতিতে জানান, কাবুলে অবস্থিত নিরাপত্তা বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

ছয় জন নিহত হওয়ার পাশাপাশি এ ঘটনায় আহত আট আফগান সৈন্যসহ ৩০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

হামলার পরপরই এক বিবৃতিতে এর দায় স্বীকার করেছে দেশটির তালেবান বিদ্রোহীরা। এ ঘটনায় সরকারি পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তারা।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।