ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আবারও কাঁপলো জাপান

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
আবারও কাঁপলো জাপান

ঢাকা: আবারও ভূমিকম্পে কাঁপলো জাপান। ভূমিকম্প আবারও সেই হোনশুতে।

বুধবার (২০ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে ৫ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। প্রথমে অবশ্য মাত্রা বলা হচ্ছিল ৫ দশমিক ৫। দেশটির তৃতীয় বৃহত্তম দ্বীপ হোনশুর পূর্ব উপকূলে এই ভূমিকম্পের উৎপত্তি, ভূপৃষ্ঠ থেকে যা ৫৫ কিলোমিটার গভীরে।

তবে এতে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গতকাল মঙ্গলবার (১৯ এপ্রিল) দেশটিতে টানা সাত ঘণ্টায় মাঝারি আকারের তিনটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে সর্বনিম্ন ভূকম্পনটির মাত্রা ছিল চার দশমিক পাঁচ এবং সর্বোচ্চ পাঁচ দশমিক এক।

গত ১৪ এপ্রিল থেকে চলা ভূমিকম্পে দেশটিতে মারা গেছেন অন্তত ৪১ জন। আহত হয়ে হাসপাতালে ভর্তি অন্তত কয়েকশ’ মানুষ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬/আপডেট ১৯০১
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।