ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মারা গেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী বানহরন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
মারা গেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী বানহরন ছবি: সংগ্রহীত

ঢাকা: থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও বিলুপ্ত থাই ন্যাশন পার্টির নেতা বানহরন শিল্পা আর্চা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর।

শনিবার (২৩ এপ্রিল) দেশটির সিরিরাজ নামে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার (২১ এপ্রিল) অসুস্থজনিত কারণে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

প্রবীণ এ রাজনীতিবিদ ১৯৯৫ থেকে ৯৬ সাল পর্যন্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী হওয়ার আগে দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন তিনি। ১৯৯৪ সালে তিনি বিলুপ্ত থাই ন্যাশন পার্টির নেতা হিসেবে নির্বাচিত হন।

২০০৮ সালে দেশটির আদালত বানহরনের দলকে বিলুপ্ত ঘোষণা করেন। এ সময় রাজনীতি থেকে তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬

আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।