ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আলেপ্পোর লড়াই বন্ধে রাশিয়ার সঙ্গে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, মে ২, ২০১৬
আলেপ্পোর লড়াই বন্ধে রাশিয়ার সঙ্গে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র

ঢাকা: যুদ্ধ বিদ্ধস্ত সিরিয়ার আলেপ্পোতে শান্তি ফিরিয়ে আনতে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র।

সোমবার (০২ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এর আগে শান্তি আলোচনার জন্য রোববার (০১ মে) জেনেভায় পৌঁছান জন কেরি। এ সময় তিনি সিরিয়ায় জাতিসংঘ মিশন প্রধান, সৌদি আরব এবং জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

তিনি বলেন, আমরা সরাসরি রাশিয়ানদের সঙ্গে আলোচনায় বসবো। প্রয়োজন হলে এক্ষুনি।

আলেপ্পোর সহিংসতা বন্ধ করাই এখন তাদের মূল লক্ষ্য বলেও জানান তিনি। এ সময় তিনি আলেপ্পোতে বোমা হামলা বন্ধসহ সিরিয়ায় যুদ্ধবিরতির সময় বাড়ানোর আহ্বান জানান।

এদিকে গত দশ দিনে আলেপ্পোতে সিরিয়ার সরকারি বাহিনীর বোমা ও বিমান হামলা এবং বিদ্রোহীদের রকেট হামলায় অন্তত ২৫০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদের মধ্যে শিশুও রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মে ০২, ২০১৬
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।