ঢাকা: লিবিয়ার উত্তর-মধ্যাঞ্চলের উপকূলীয় শহর সির্তে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে পালিয়ে বেঁচে আসা নাগরিকরা।
স্থানীয় সংবাদমাধ্যম লানার সঙ্গে আলাপে তারা শুক্রবার (৬ মে) এ আহ্বান জানায়।
লানার প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার (৫ মে) থেকে আইএস নিয়ন্ত্রিত শহরটিতে আটকা পড়ে হাজারো মানুষ। এরমধ্যে রয়েছেন অন্তঃস্বত্ত্বা, নারী, শিশু, বয়োবৃদ্ধসহ অনেক মানুষ। সম্প্রতি সির্ত ও মিসরাতা শহরের সংযোগ সড়কে আইএসের আত্মঘাতী বোমা বিস্ফোরণের পর থেকে আতঙ্ক নেমে এসেছে শহরটিতে। সির্ত যেন ভুতুড়ে নগরে পরিণত হয়েছে।
এই অবস্থায় শত শত বেসামরিক নাগরিক সির্ত ছেড়ে পালিয়ে এলেও তারা তাদের শিশু-বৃদ্ধ-নারী স্বজনদের উদ্ধারে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছেন।
এদিকে আইএস দাবি করছে, তারা সির্ত ও মিসরাতা শহরের সংযোগ সড়কের আবু গ্রেইন সড়ক দখল করে নিয়েছে। এখন তারা লিবিয়ার তৃতীয় বৃহত্তম শহর মিসরাতা দখলের দিকে এগোচ্ছে।
এ বিষয়ে এক বিবৃতিতে আইএস জানায়, তারা ওই এলাকার পাঁচটি গ্রাম ইতোমধ্যে দখল করে নিয়েছে। এর আগে, গত বছরের জুনে সির্ত শহর দখল করে নেয় আইএস জঙ্গিরা।
আইএসের এই আগ্রাসন বন্ধে আবু গ্রেইন দখলমুক্ত করতে স্থানীয় বাহিনীকে আদেশ দিয়েছেন মিসরাতা সামরিক কাউন্সিলের প্রধান ইব্রাহিম বেল-রাজাব।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মে ০৭, ২০১৬
আরএইচএস/এইচএ/