ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মুক্তি পেলেন অপহৃত তিন স্প্যানিশ সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, মে ৮, ২০১৬
মুক্তি পেলেন অপহৃত তিন স্প্যানিশ সাংবাদিক

ঢাকা: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার নিউজ কাভার করার সময় অপহৃত তিন স্প্যানিশ সাংবাদিক মুক্ত পেয়েছেন। প্রায় ১০ মাস আগে ২০১৫ সালে জুলাই মাসে তাদের সিরিয়ার আলেপ্পো শহর থেকে অপহরণ করা হয়েছিলো।


 রোববার (০৮ মে) স্প্যানিশ প্রেস ফেডারেশনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

কারা তাদের অপহরণ করেছিলো এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে জঙ্গি সংগঠন আইএস তাদের অপহরণ করেছিলো মনে ধারণা করা হয়। কেননা এর আগে আইএস সাংবাদিক অপহরণ, নির্যাতন ও হত্যার মতো ঘটানা ঘটিয়েছে।

মুক্তি পাওয়া তিন সাংবাদিক হলেন অ্যান্টোনিও প্যামপ্লিগা, জস ম্যানুয়েল লোপেজ ও অ্যাঙ্গেল সাসট্রি। তারা এখন স্পেনের পথে রয়েছেন। এই তিন সাংবাদিক স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেতন।

স্পেন সরকারের মুখপাত্র এক বিবৃতিতে তিন জনের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছন। বিবৃতিতে বলা হয়, তুরস্ক এবং কাতারে সহযোগিতায় তাদের মুক্ত করা সম্ভব হয়েছে। এজন্য দু’টি দেশের সংশ্লিষ্টদের ধন্যবাদও জানান তিনি।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জস ম্যানুয়েল গার্সিয়া মারগালা বলেন, স্পেনের ন্যাশনাল ইন্টেলিজেন্সের কর্মকর্তারা তিন সাংবাদিকের মুক্তির জন্য কাজ করেছেন।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মে ০৮, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।