ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, মে ৮, ২০১৬
বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদের একটি গ্রামে শেষকৃত্যানুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

রোববার (০৮ মে) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
    
রোববার বাগদাদের আল ধাহাব আবিইয়াধ গ্রামে দেশটির শাওয়া পার্লামেন্টারি গ্রুপের এক সদস্যের শেষকৃত্যানুষ্ঠান চলছিলো। এ সময় শরীরে বিস্ফোরক দ্রব্য নিয়ে ওই হামলাকারী অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা চালায়।  

এ সময় তাকে বাধা দেন ঘটনাস্থলে থাকা দুই পুলিশ সদস্য। এ সময় ব্যর্থ হয়ে হামলাকারী এ আত্মঘাতী বিস্ফোরণ ঘটালে ঘটনাস্থলে ওই দুই পুলিশ সদস্যসহ আরও চারজন নিহত হন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে বিভিন্ন সময় এ ধরনের হামলার দায় জঙ্গি সংগঠনগুলো স্বীকার করলেও শেষকৃত্যানুষ্ঠানের ঘটনার বিষয়ে কেউ কিছু বলেনি।  

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, মে ০৮, ২০১৬
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।