ঢাকা: সহিংসতাপূর্ণ পরিস্থিতিতে শরণার্থী শিশুদের শিক্ষা নিশ্চিতে আন্তর্জাতিকভাবে বড় ধরনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন।
সোমবার (১৬ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
দাতব্য সংস্থাটির নতুন এক প্রতিবেদনে বলা হয়, কোনো শিশুরই একমাসের বেশি স্কুলের বাইরে থাকা উচিত নয়।
প্রতি চারজন শরণার্থী শিশুদের মধ্যে মাত্র একজন শিশু মাধ্যমিক স্কুলে পড়াশুনা করে। যা অত্যন্ত ভয়াবহ।
এসব সংকট সমাধানে এবং শরণার্থী শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্ধারণে তাদের আশ্রয়দাতা দেশগুলো এবং আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মে ১৬, ২০১৬
আরএইচএস/এমএ