ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় ৩৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৩ ঘণ্টা, মে ২২, ২০১৬
কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় ৩৭ জনের মৃত্যু

ঢাকা: আফ্রিকার দেশ কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন।

শনিবার (২১ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো দেশটির ওকাপি রেডিওর বরাত দিয়ে জানিয়েছে, পাশের দেশ জাম্বিয়া থেকে ৭০ জন যাত্রী নিয়ে একটি বাস কঙ্গোতে আসছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চাকার সঙ্গে কোনো ভারি বস্তুর ধাক্কা লাগে। এতে বাসে আগুন ধরে যায় এবং অনেকের মৃত্যু ঘটে। হাসপাতালে নেওয়ার পরও কয়েকজন যাত্রী মারা যান।

বাসটি ৫০০ কিলোমিটার যাত্রা করে আসে এবং কঙ্গোর বেশিরভাগ রাস্তা কাঁচা এবং দুর্বল রক্ষণাবেক্ষণের। যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, মে ২২, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।