ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এল্ডার্স থেকে জিমি কার্টারের অবসর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, মে ২৬, ২০১৬
এল্ডার্স থেকে জিমি কার্টারের অবসর

ঢাকা: বিশ্ব নেতাদের নিয়ে পরিচালিত বিশ্বশান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করা আন্তর্জাতিক সংস্থা দ্য এল্ডার্স থেকে অবসর নিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার।

বুধবার (২৫ মে) প্রতিষ্ঠানটি থেকে ৯১ বছর বয়সী নোবেল জয়ী এ বিশ্বনেতার অবসরের ঘোষণা দেওয়া হয়।

২০০৭ সালে এল্ডার্স প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন জিমি কার্টার।

জিমি কার্টারের অবসর প্রসঙ্গে এল্ডার্সের চেয়ারম্যান জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান বলেছেন, জিমি কার্টারের নেতৃত্ব ও দর্শন ছাড়া এল্ডার্স আজকের এ অবস্থানে আসতে পারতো না। তিনি আমাদের সবার কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন।

এল্ডার্সের প্রতিষ্ঠার পর ২০০৭ সালের অক্টোবরে জিমি কার্টার প্রথম মিশনে দক্ষিণ আফ্রিকার সুদানের দারফুরে যান।

সর্বশেষ ২০১৫ সালের মে মাসে জিমি কার্টার গাজার মানবিক পরিস্থিতি সম্পর্কে বিশ্বের দৃষ্টি আকর্ষণে ইসরায়েল ও ফিলিস্তিন সফরে একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

তবে বর্তমানে জিমি কার্টার প্রতিষ্ঠানটিতে অবৈতনিক ইমিরেটাস হিসেবে রয়েছেন বলে জানা গেছে।

অবসরের বিষয়ে এখনো কার্টার সেন্টার থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৪০২ ঘণ্টা, মে ২৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।