ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৫ প্রাণহানি, উদ্ধার ৫৫০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, মে ২৬, ২০১৬
লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৫ প্রাণহানি, উদ্ধার ৫৫০ ছবি: সংগৃহীত

ঢাকা: ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে গেছে। এতে অন্তত ৫ জনের প্রাণহানি হয়েছে।

তবে উদ্ধার করা হয়েছে ৫৫০ জনের মতো অভিবাসীকে। এদের মধ্যে বেশ কিছু শিশু ও নারী রয়েছেন।

 

বুধবার (২৫ মে) ইতালিয়ান নৌবাহিনীর জাহাজ ‘ভেটিকা’র ডুবুরিরা তাদের উদ্ধার করে। নৌবাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

নৌকাডুবির চিত্র বিভিন্ন সংবাদমাধ্যম প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, সাগরে ডুবে যাওয়ার আগে কাঠের নীলরঙা নৌকাটি ভীষণভাবে দুলছিল। এরপর নৌকাটি উল্টে ডুবে যাওয়ার পর কিছু লোক তার ভেসে থাকা অংশে ঝুলে থাকে, কিছু ছোট লাইফ বোটে উঠে যায়, আবার কিছু লোক নৌবাহিনীর জাহাজে উঠতে সাঁতার কাটতে থাকে।

সংবাদমাধ্যম জানায়, প্রাণহানি হওয়া অথবা উদ্ধার অভিবাসীদের জাতীয়তা বা পরিচয় জানা যায়নি। তবে, তাদের আপাতত ইতালি উপকূলে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মে ২৬, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।