ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আইএস নেতাসহ নিহত ৭০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, মে ২৮, ২০১৬
যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আইএস নেতাসহ নিহত ৭০

ঢাকা: ইরাকের ফাল্লুজায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট। এতে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) এক কমান্ডারসহ অন্তত ৭০ জঙ্গি নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ মে) যুক্তরাষ্ট্রের সামরিক মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

স্টিভ জানান, গত চার দিনে আইএসের অবস্থান লক্ষ্য করে অন্তত ২০টি বিমান হামলা চালানো হয়েছে। আর এ হামলায় আইএস কমান্ডার মাহের আল-বিলওয়ালি নিহত হয়েছেন ।

তিনি আরও জানান, এতে করে জঙ্গি সংগঠনটিকে পুরোপুরি থামানো না গেলেও বড়সর একটি আঘাত দেওয়া গেছে।  

২০১৪ সালে ফাল্লুজা নিজেদের নিয়ন্ত্রণে নেয় আইএস। এর পর থেকে সেখানে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার সাধারণ নাগরিক আটকা পড়ে আছেন।

বাংলাদেশ সময়: ০২৫৬ ঘণ্টা, মে ২৮, ২০১৬/আপডেট: ১২৪৫ ঘণ্টা
এমসি/আরএ/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।