ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করাচিতে চীনা নাগরিককে লক্ষ্য করে হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, মে ৩০, ২০১৬
করাচিতে চীনা নাগরিককে লক্ষ্য করে হামলা

ঢাকা: করাচিতে এক চীনা নাগরিককে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এ ঘটনায় ওই নাগরিকের গাড়ি চালক আহত হলেও তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

 

সোমবার (৩০ মে) করাচি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

রাও আনোয়ার নামে ওই পুলিশ কর্মকর্তা জানান, সোমবার করাচির গুলশান-ই-হাদেদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলের পাশে একটি কাগজ পাওয়া গেছে। যেখানে সিন্ধু প্রদেশের প্রাকৃতিক সম্পদের ওপর বিদেশিদের নিয়ন্ত্রণের নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে।

তবে কারা এ হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মে ৩০, ২০১৬
আরএইচএস/জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।