ঢাকা: বিশ্ব পরিমণ্ডলে তো ডাকাতির ঘটনা প্রায়ই ঘটে! ডাকাত দল রীতিমতো হানা দিয়ে এ ঘটনা ঘটায়। তাই বলে কী বানর?
আসলেই সত্যি, অভিনব কায়দায় ভারতের অন্ধ্রপ্রদেশে এমন কাণ্ড ঘটিয়েছে বানর।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, একটি বানর অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় একটি স্বর্ণের দোকানে পেয়ারা নিক্ষেপ করে। এরপর ওই দোকানে প্রবেশ করে সে।
এ সময় কর্মচারীরা পেয়ারাটি বাইরে ছুড়ে ফেলে দেয়। আর এগিয়ে গিয়ে বানরটি দোকানের ক্যাশ বাক্সের কাছে বসে।
দোকানের কর্মচারীরা বানরটিকে ভয় দেখানোর চেষ্টা করলেও সেখানেই বলে থাকে প্রাণীটি। প্রায় ২০ মিনিট বসে থাকার পর সে ক্যাশ বাক্সের ড্রয়ার খুলে একে একে ১০ হাজার রুপি বের করে।
এরপরই সেখান থেকে চম্পট দেয় সে। বিভিন্ন কায়দায় বানরটিকে আটকানোর চেষ্টা করলেও সব কষ্টই বিফলে যায় কর্মচারীদের।
আক্রান্ত দোকানের সিসিটিভি’র ফুটেজে দেখা যায়, বানরটি দোকানের ভেতরে ঢোকে ও চারপাশে কিছু খুঁজতে থাকে। এরপরই এই রুপি নিয়ে পালিয়ে যায় সে।
এ ঘটনা ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়। অনলাইনে কিংবা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটিকে অনেকে বানরের দুর্ধর্ষ ‘ডাকাতি’ বলে আখ্যায়িত করছেন।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
আরএইচএস/এমএ