ঢাকা: যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী মনোনীত হওয়ায় হিলারি ক্লিনটন তার সমর্থক ও ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন।
মঙ্গলবার (০৭ জুন) দেশটির নিউ জার্সি অঙ্গরাজ্যের প্রাইমারিতে জয় পাওয়ার আগ মুহূর্তে নিউইয়র্কে শহরে একটি র্যালিতে অংশ নিয়ে তিনি এ ধন্যবাদ জানান।
র্যালিতে অংশ নেওয়া উৎফুল্লিত সমথর্কদের উদ্দেশে হিলারি বলেন, ‘আপনাদের ধন্যবাদ। আমরা একটি মাইলফলকে পৌঁছে গেছি।
তিনি বলেন, আমাদের জাতির ইতিহাসে এবারই প্রথম কোনো প্রধান রাজৈনিতক দলের প্রেসিডেন্ট প্রার্থী নারী হতে যাচ্ছেন।
হিলাররি এমন এক সময় এ কথা বললেন যখন দেশটির ডেমোক্র্যাটিক পার্টির প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী মনোনীতি হয়েছেন। যার আনুষ্ঠানিক ঘোষণা শুধু সময়ের অপেক্ষা।
এ সময় তিনি অতীতের মতো সামনের দিনগুলোতেও দেশের মানুষের আন্তরিক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেছেন।
আরও পড়ুন.. ** প্রার্থী মনোনীত হওয়ায় হিলারিকে ওবামার শুভেচ্ছা
বুধবার (০৮ জুন) দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মঙ্গলবার (০৭ জুন) দেশটির ছয়টি অঙ্গরাজ্যে অনুষ্ঠিত প্রাইমারির তিনটিতে জয় পেয়েছেন হিলারি ক্লিনটন। ডেমোক্র্যাটিক পার্টির একমাত্র প্রার্থী বার্নি স্যান্ডার্সকে পরাজিত করে তিনি এই জয় পান। অপরদিকে, হিলারিকে পেছনে ফেলে একটি রাজ্যে জয় পান স্যান্ডার্স।
এদিকে, চলতি বছরের ৮ নভেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। যেখানে হিলারি ক্লিনটন মুখোমুখি হতে যাচ্ছেন রিপাবলিক দলের বিতর্কিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
**নিউ জার্সিতেও জয়ের পথে হিলারি
** প্রার্থী মনোনীত হওয়ায় হিলারিকে ওবামার শুভেচ্ছা
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জুন ০৮, ২০১৬
টিআই