ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রতি ১০ নারীর ৪ জনই মোটা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জুন ৮, ২০১৬
যুক্তরাষ্ট্রে প্রতি ১০ নারীর ৪ জনই মোটা

ঢাকা: বিশ্বের প্রায় সব দেশের মেয়েরা মুটিয়ে যাওয়াকে সাধারণত মেনে নিতে পারেন না। তারা স্লিম প্রিয়।

নিজেকে স্লিম বা চিকন রাখার জন্য প্রায় প্রতিটি খাবার তারা দেখেশুনে খেয়ে থাকেন।

কিন্তু এর অনেকটা ব্যতিক্রম দেখা গেছে যুক্তরাষ্ট্রে।

এমনটিই জানিয়েছে দেশটির স্বাস্থ্য পরিসংখ্যান। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায় দেশটির নারী নাগরিকরা দিন দিন আশঙ্কাজনকভাবে মুটিয়ে যাচ্ছে। যেখানে পুরুষরা নারীদের তুলনায় চিকন।

প্রতিবেদনটিতে বলা হচ্ছে- পূর্বে দেশটির নারী-পুরুষ নাগরিকদের ওজন প্রায় সমান সমান থাকলেও বর্তমানে সেখানে নারী নাগরিকরা মুটিয়ে যাচ্ছে। গড় অনুপাতে দেশটির ৪০ শতাংশ নারী মোটা যেখানে পুরুষের সংখ্যা ৩৫ শতাংশ।

জার্নাল অব দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের এ প্রতিবেদনে আরও বলা হয়- দেশটির প্রতি ১০ নারীর মধ্যে চারজন নারীই মোটা।  

অতিরিক্ত মুটিয়ে যাওয়ার কারণে হৃদরোগসহ গুরুতর স্বাস্থ্য সমস্যা বেড়ে যেতে পারে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে।  

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জুন ০৮, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।