ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘পাকিস্তান যেন ভারতে হামলা পরিকল্পনায় ব্যবহার না হয়’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জুন ১০, ২০১৬
‘পাকিস্তান যেন ভারতে হামলা পরিকল্পনায় ব্যবহার না হয়’ একটি বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

ঢাকা: পাকিস্তানের মাটি যেন ভারতে হামলার পরিকল্পনার জন্য ব্যবহার না হয় সেটা নিশ্চিত করতে ইসলামাবাদের দৃষ্টি আকর্ষণ করেছে ওয়াশিংটন।

 

বৃহস্পতিবার (৯ জুন) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে এক বিবৃতিতে এ দৃষ্টি আকর্ষণ করা হয়।

যুক্তরাষ্ট্র সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি অনুষ্ঠানে তার দেশে হামলার ছক প্রতিবেশী দেশ থেকে হয় বলে জানানোর পর এ বিবৃতি দিলো ওয়াশিংটন।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র বরাবরের মতো পাকিস্তানকে ভারতের সঙ্গে সম্পর্কের আরও উন্নয়নে কাজ করার জন্য উৎসাহিত করছে। আমরা বিশ্বাস করি পাকিস্তান ও ভারত তাদের কার্যত সহযোগিতার স্বার্থে একসঙ্গে কাজ করে এবং আমরা এই সহযোগিতা বাড়ানোর জন্য ও উত্তেজনা প্রশমনের জন্য সরাসরি সংলাপকে উৎসাহিত করছি।

‘এরই ধারাবাহিকতায় আমরা বলবো পাকিস্তানের উচিত তাদের মাটি যেন ভারতে হামলার পরিকল্পনায় ব্যবহার না হয়, তা নিশ্চিত করা। একইসঙ্গে পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসীদের আটক করতে ইসলামাবাদ যেন পদক্ষেপ নেয়। ’

বিবৃতিতে জানানো হয়, মোদির যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে যে বৈঠক হয়েছে তাতে বড় অংশজুড়ে আলোচনায় ছিল পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুন ১০, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।