ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কলম্বিয়ায় ভূমিধসে নিহত ৮, নিখোঁজ ৩০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, জুন ১১, ২০১৬
কলম্বিয়ায় ভূমিধসে নিহত ৮, নিখোঁজ ৩০

ঢাকা: দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় কয়েক দিন ধরে চলা ভারী বর্ষণে ভূমিধসের ঘটনায় আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চারজন জন।

নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৩০ জন।

দেশটির বিপর্যয় ব্যবস্থাপনা বিভাগের বরাত দিয়ে শনিবার (১১ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

খবরে বলা হয়, দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের চোকো রাজ্যের মেডিলিন কোয়েবদো সড়কে বৃহস্পতিবার (০৯ জুন) রাতে শ্রমিকরা কাজ করার সময় আকস্মিকভাবে ওই ভূমিধসের ঘটনা ঘটে।

ভূমিধসে আটজন নিহতের ঘটনায় শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইটও করেছেন দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জুন ১১, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।