ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এবার ওহাইওতে ২ জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
এবার ওহাইওতে ২ জনকে গুলি করে হত্যা ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি নাইট ক্লাবে ধ্বংসযজ্ঞের একদিন পর এবার ওহাইও অঙ্গরাজ্যের একটি গ্যাস স্টেশনের পাশে দুইজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এদের একজন তরুণ অপরজন তরুণী।

সোমবার (১৩ জুন) বাংলাদেশ সময় বেলা সোয়া ৩টার দিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ হত্যাকাণ্ডের খবর দেয়। কারা এ হামলা চালিয়েছে তা তৎক্ষণাৎ জানা যায়নি।

খবরে বলা হয়, স্থানীয় সময় রোববার (১২ জুন) দিবগত রাত ২টা ৫০ মিনিটে ওহাইও অঙ্গরাজ্যের হার্ভার্ড অ্যাভিনিউয়ের ই-৯৩ ভ্যালিরো গ্যাস স্টেশনের বাইরে গুলির ঘটনাটি ঘটে। গুলির ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ২৪ বছর বয়সী তরুণ-তরুণীর মরদেহ দেখতে পান।

আরও পড়ুন...ফ্লোরিডায় নিহত বেড়ে ৫০, জরুরি অবস্থা ঘোষণা

শেষ খবর পাওয়া পর্যন্ত কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এর আগে শনিবার (১১ জুন) গভীর রাতে দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের ‘পালস ক্লাবে’ বন্দুকধারীর হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। ওই ঘটনায় আরও ৫৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জুন ১৩, ২০১৬/আপডেট: ১৬০৫ ঘণ্টা

টিআই

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।