ঢাকা: ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় অন্তত ২৪ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ২৬ জন।
শনিবার (১৮ জুন) সকাল থেকে প্রবল বৃষ্টিপাতে এ বন্যার সৃষ্টি হয়। রোববার (১৯ জুন) সকালে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির এ খবর জানানো হয়।
কর্মকর্তারা বলেন, বন্যার কারণে মধ্যাঞ্চলীয় জাভা ও তৎসংলগ্ন এলাকায় ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটছে। প্রাণহানি বেশিরভাগ হয়েছে ভূমিধসেই। বাড়ির ওপর ভূমিধসের ফলে অনেক এলাকায় এখনও কাঁদার নিচে আটকে আছেন কিছু মানুষ।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র সুতোপো পুরবো নুগ্রোহো জানান, বন্যায় কয়েক হাজার বাড়িঘর প্লাবিত হয়েছে। প্রাথমিক তথ্য মতে, মধ্যাঞ্চলীয় জাভায় ২৪ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন ২৬ জন।
জরুরি দুর্যোগ মোকাবেলা বাহিনী উদ্ধার তৎপরতা শুরু করেছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এইচএ/