ঢাকা: চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদ থেকে নিজেকে সরিয়ে নেবেন রঘুরাম রাজন।
সম্প্রতি এক চিঠির মাধ্যমে দায়িত্ব থেকে এ অব্যাহতির তথ্য জানিয়েছেন তিনি।
সোমবার (২০ জুন) দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
এর আগে ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পান রঘুরাম।
এদিকে বিরোধী কংগ্রেসের দাবি, ক্ষমতাসীন বিজেপির একাধিক মন্ত্রীর সঙ্গে উচ্চ সুদের হার অব্যাহত রাখা নিয়ে মতবিরোধ রয়েছে রাজনের। এ কারণে তিনি পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হচ্ছেন।
রঘুরামের এ পদত্যাগের ঘোষণার পর দেশটির রাজনীতি থেকে শুরু করে শেয়ার বাজারে অস্থির পরিবেশ বিরাজ করছে।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জুন ২০, ২০১৬
আরএইচএস/আরআই