ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিঙ্কড ইনে থেকে জব মার্কেটে কাজ খুজবেন ওবামা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, জুন ২১, ২০১৬
লিঙ্কড ইনে থেকে জব মার্কেটে কাজ খুজবেন ওবামা!

ঢাকা: ‘আর মোটে সাত মাস, কিংবা তেমনই, এর পর নিজেকে জব মার্কেটে ছেড়ে দেবো। লিংকডইনে সক্রিয় থাকবো, দেখি কী কাজ পাওয়া যায় ।

’ এভাবেই নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

কৌতুকোচ্ছলে তিনি বলেন, ‘ভালোই লাগছে, আমিও যোগ দিচ্ছি চাকরি খোঁজার দলে। ’

সোমবার (২০ জুন) সিলেক্টইউএসএ ফরেইন ইনভেস্টমেন্ট সামিটে দেওয়া বক্তৃতায় এসব কথা বললেন বারাক ওবামা।

তাতে যুক্তরাষ্ট্রকে ব্যবসার জন্য সেরা একটি জায়গা বলে উল্লেখ করে বিদেশি বিনিয়োগকারীদেরও আহ্বান জানালেন তিনি।  

হোয়াইট হাউসের দিনগুলো অবসানে আর মোটে সাত মাসই বাকি যুক্তরাষ্ট্রের এই জনপ্রিয় ও প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের।

এই নভেম্বরে নির্বাচন। আর নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর পরের জানুয়ারিতে। সুতরাং আর মাত্র সাত মাস বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ভবন হোয়াইট হাউসে থাকছেন বারাক ওবামা।

তারপরই ‘অজানা’র উদ্দেশে বহুলকাঙ্ক্ষিত বিলাসবহুল সাদা ভবনটি ছাড়বেন তিনি।

এরপর কী করবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম জনপ্রিয় এ প্রেসিডেন্ট? ভক্ত-সমর্থকদের কাছে এ এক বড় প্রশ্ন।
তারই উত্তর হয়তো তিনি দিলেন, চাকরি খোঁজার জন্য লিংকড ইনে অবস্থান করার কথা বলে।

অনুষ্ঠানে নিজের কৈশোরের চাকরি জীবনের স্মৃতিচারণও করেন ওবামা, যখন তিনি হনলুলুতে বাসকিন-রবিন্স আইসক্রিমের বিক্রেতা হিসেবে কাজ করতেন।

ওবামা বলছিলেন, ‘আমার প্রথম চাকরি একেবারেই আকর্ষণীয় ছিলো না। কিন্তু সেই চাকরি আমাকে অনেক মূল্যবান শিক্ষা দিয়েছে, যেমন দায়িত্বশীলতা, কঠোর পরিশ্রম, কাজের সঙ্গে পরিবার, বন্ধু, স্কুলজীবনের সমন্বয়। ’

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, জুন ২১, ২০১৬
এইচএ/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।