ঢাকা: গণভোটে ব্রিটিশ জনগণ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দেয়ায় পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর শুক্রবার (২৪ জুন) ভোরে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নং ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত ভাষণে ডেভিড ক্যামেরন প্রধানমন্ত্রীর পদ থকে পদত্যাগের ঘোষণা দেন।
আগামী অক্টোবর মাসের মধ্যে সরে যাওয়ার ঘোষণা দিয়ে নিজের বক্তব্যে ক্যামেরন বলেন, ব্রিটিশ জনগণের মনোভাবকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে।
ক্যামেরন আরও জানান, গণভোটের প্রেক্ষিতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর পদে থাকবেন। তবে এরপরই রক্ষণশীল দলের সম্মেলনের মধ্য দিয়ে নতুন কোনো নেতার হাতে শাসনভার তুলে দিয়ে সরে যাবেন তিনি।
বৃহস্পতিবার (২৩ জুন) অনুষ্ঠিত গণভোটের ফলাফলে এক কোটি ৭৪ লাখ ১০ হাজার ভোটার (৫১ দশমিক ৯ শতাংশ) ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দেন। অপরদিকে ‘ব্রেক্সিট’ বলে অভিহিত ব্রিটেনের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার ক্যাম্পেইনের বিপক্ষে ভোট দেন ১ কোটি ৬১ লাখ ৪১ হাজার ভোটার (৪৮ দশমিক ১ শতাংশ)। ব্রিটেনজুড়ে ভোট পড়ার হার ছিলো ৭২ শতাংশ। রাজধানী লন্ডন ও স্কটল্যান্ডে ইইউতে থেকে যাওয়ার পক্ষে ব্যাপক ভোট পড়লেও ওয়েলস এবং ইংল্যান্ডের গ্রামাঞ্চলের জনগণ ব্যাপক হারে রায় দেন ব্রেক্সিটের পক্ষে। নর্দার্ন আয়ারল্যান্ডে হয় হাড্ডাহাড্ডি লড়াই। এ পরিস্থিতিতে স্কটল্যান্ড ব্রিটেন থেকে বেরিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অপরদিকে ব্রেক্সিটের ধাক্কায় টালমাটাল ব্রিটেনের মুদ্রা পাউন্ড। ১৯৮৫ সালের পর পাউন্ডের দরের সবচেয়ে বড় পতন হয়েছে শুক্রবার। এছাড়া কম বেশি ধাক্কা খেয়েছে বিশ্বের বিভিন্ন শেয়ারবাজার।
আরও পড়ুন...
**ইইউকে বিদায় জানালো ব্রিটেন
**ইইউ থেকে বেরিয়েই যাচ্ছে ব্রিটেন
**চলছে হাড্ডাহাড্ডি, পাল্লা হেলে ব্রেক্সিটে
**তিন দশকে সর্বনিম্ন পর্যায়ে ব্রিটিশ পাউন্ড
**ইইউ’তে থাকার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত, চলছে গণনা
**ইইউ’তে থাকার প্রশ্নে ভোট দিলেন ক্যামেরন
**ইইউ’তে থাকার প্রশ্নে গণভোট চলছে ব্রিটেনে
**যুক্তরাজ্যের ভবিষ্যত নির্ধারণে গণভোট
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
আরআই