ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কোস্টারিকায় মৃদু ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, জুলাই ৩, ২০১৬
কোস্টারিকায় মৃদু ভূমিকম্প

ঢাকা: প্রাথমিক মানের পরপর দুইবার ভূমিকম্পে মৃদু কেঁপে উঠলো মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

স্থানীয় সময় রোববার (০৩ জুলাই) মধ্যরাতে পৃথক সময়ে এ ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, প্রথমে স্থানীয় সময় রাত ১ টা ৫৮ মিনিটে দেশটির ফরচুনা এলাকায় ভূমিকম্প আঘা হানে। এ কম্পনের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৫ দশমিক ৩।

রাজধানী শহর সানজোস থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ৩০ কিলোমিটার দূরে। আর ফরচুনা থেকে ছিলো ৪ কিলোমিটার দূরে।

তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর কিছুক্ষণ পর দ্বিতীয় ভূমিকম্প হয় কোস্টারিকার তিলারান অঞ্চলে। ভূপৃষ্ট থেকে এ কম্পকের উৎপত্তিস্থল ছিলো ১২ কিলোমিটার দূরে।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।