ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যাত্রীর দুই লাখ ডলার ফেরত দিলেন চালক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জুলাই ৬, ২০১৬
যাত্রীর দুই লাখ ডলার ফেরত দিলেন চালক

ঢাকা: ব্যাগ নিয়ে ওঠা যাত্রীর গন্তব্য ছিল ম্যাসাচুসেটস অ্যাভিনিউয়ের নর্থইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসের কাছাকাছি ট্রিমন্ট সড়ক। যথাযথ স্থানে যাত্রীকে নামিয়ে সঠিকভাবে চালকের দায়িত্ব করেছেন বোস্টনের এক ট্র্যাক্সি ড্রাইভার।

কিন্তু ওই যাত্রী সঙ্গে নিয়ে আসা ব্যাগটি যে রেখে গেছেন তা খানিক বাদে ট্র্যাক্সির পেছনের সিটে তাকিয়ে বুঝতে পারেন ড্রাইভার। কিন্তু ব্যাগে কি রয়েছে তা তখনও জানেন না তিনি।

এদিকে ব্যাগ ‘হারানোর’ বিষয়টি বুঝতে পেরে দ্রুত বোস্টন পুলিশকে ফোনে বিষয়টি জানান ওই ব্যক্তি। ততক্ষণে ব্যাগ নিয়ে পুলিশ স্টেশনে হাজির হন ড্রাইভার। আর ব্যাগের মালিক দাবি করা ওই ব্যক্তির কাছ থেকে যথাযথ প্রমাণ পেয়ে তা বুঝিয়ে দেন পুলিশ।

পরে জানা যায়, ব্যাগে ছিল এক লাখ ৮৭ হাজার ডলার বা এক কোটি ৪৫ লাখের বেশি টাকা (১ ডলার সমান ৭৮ টাকা)।

এ বিষয়ে বোস্টন পুলিশ বিভাগের কমিশনার উইলিয়াম ইভান্স বলেন, উদাহরণ সৃষ্টিকারী ও সততার ‘পোস্টার’ ওই ট্যাক্সি ড্রাইভার সম্মানের দাবিদার।

তবে ওই যাত্রী কোনো এতোগুলো ডলার বহন করছিলে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।