ঢাকা: তুরস্ক সরকারকে উৎখাতের লক্ষ্যে দেশটির সামরিক বাহিনীর একাংশের অভ্যুত্থানের চেষ্টার ঘটনায় অন্তত ৬০ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় গ্রেফতার হয়েছেন তিন ৭৫৪ জন।
শনিবার (১৬ জুলাই) বাংলাদেশ সময় সকাল সোয়া ১০টার দিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
এর আগে শুক্রবার (১৫ জুলাই) দিনগত রাতে সেনাবাহিনী হেলিকপ্টারের সহায়তায় রাজধানী আঙ্কারায় পুলিশের বিশেষ বাহিনীর প্রধান কার্যালয়ে হামলা চালানো হয়। এতে প্রাথমিকভাবে কমপক্ষে ১৭ জন পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার খবর পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬/আপডেট: ১০৫৬ ঘণ্টা।
টিআই