ঢাকা: তুরস্কে সামরিক বাহিনীর ব্যর্থ অভ্যুত্থানের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। নিহতদের মধ্যে ৪৭ জন বেসামরিক লোক রয়েছেন।
শনিবার (১৬ জুলাই) বাংলাদেশ সময় দুপুরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
এদিকে, ব্যর্থ সেনা অভ্যুত্থানের ঘটনায় পাঁচ জেনারেল, ২৯ কর্নেলসহ মোট ৭৫৪ সেনা সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার রাত থেকে শুরু হওয়া এই অভ্যুত্থান প্রচেষ্টায় এখন পর্যন্ত ৯০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এদের মধ্যে ১৭ জন পুলিশ সদস্য রয়েছেন।
এর আগে দেশটির পুলিশ প্রধান নিহতদের মধ্যে অভ্যুত্থান সমর্থকদের ১৬ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
সামরিক বাহিনীর একাংশ এই অভ্যুত্থানে অংশ নেয়। তবে সরকারের দ্রুত পাল্টা ব্যবস্থায় উদ্দেশ্য বিফল হয় অভ্যুত্থানকারীদের। ইতোমধ্যেই অভ্যুত্থান প্রচেষ্টায় অংশ নেওয়া সেনারা আত্মসমর্পণ করেছেন।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
টিআই
আরও পড়ুন..
তুরস্কে অভ্যুত্থান প্রচেষ্টায় ৬০ জনের প্রাণহানি, গ্রেফতার ৭৫৪
নিখোঁজের পর উদ্ধার হলেন তুর্কি সেনা প্রধান হুলুসি
তুরস্কে ৫ জেনারেল, ২৯ কর্নেলসহ আটক ৭৫৪ সেনা সদস্য
তুরস্কের ভারপ্রাপ্ত সেনা প্রধান দুনদার
ছবিতে তুরস্কের সামরিক বাহিনীর অভ্যুত্থান প্রচেষ্টা
অভ্যুত্থানের মধ্যেই ইস্তাম্বুল ফিরলেন এরদোগান
‘অভ্যুত্থান ব্যর্থ হয়েছে’ দাবি তুর্কি প্রধানমন্ত্রীর
অভুত্থান ব্যর্থ করার দাবি তুর্কি গোয়েন্দা সংস্থার
তুরস্কে অভ্যুত্থানকারীদের হামলায় ১৭ পুলিশ নিহত
তুরস্কে ‘সেনা অভ্যুত্থান’ চেষ্টা!